India Languages, asked by Tushargupta3467, 1 day ago

নীচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোচিত্রকর অবনীন্দ্রনাথের জীবনে ও কাজে যাঁরা গভীর ছাপ রেখে গেছেন তাঁদের মধ্যে জাপানি ভাবুক ও চিন্তক ওকাকুরা, ভগিনী নিবেদিতা, আনন্দ কেন্টিশ কুমারস্বামী প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। উনিশ শতকের একেবারে গোড়ায় ১৯০২ সালে ওকাকুরা কলকাতায় এলে স্বাভাবিক ভাবেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ প্রমুখর সঙ্গে তাঁর যোগাযোগ ঘটে। সেই পর্বে ওকাকুরার সাহায্যে জাপান থেকে ইয়োকোয়ামা টাইক্কান ও হিশিদা সুনসো নামে দুজন শিল্পী জোড়াসাঁকোয় এসে চিত্রকলার পাঠ দিয়েছিলেন। অবনীন্দ্রনাথের ছবির আঙ্গিকে যে জাপানি শৈলী মিশ্রিত আছে, তা এই দুই শিল্পীদ্বয়ের কাছ থেকে তিনি প্রত্যক্ষ ভাবে জেনেছিলেন। স্বয়ং অবনীন্দ্রনাথ তাঁর 'জোড়াসাঁকোর ধারে' গ্রন্থে বলেছেন টাইক্কানের কাছে তাঁর তুলি চালনার পাঠ নেওয়ার কথা বলেছেন, টাইক্কান আমায় I লাইন ড্রইং শেখাত, কী করে তুলি টানতে হয়। আবার এর বিপরীত দিকটিও অবনীন্দ্রনাথ জানিয়েছেন, আমার কাছেও সে শিখত মোগল ছবির নানান টেকনিক।' তিনি ‘জোড়াসাঁকোর ধারে স্মৃতি-আলেখ্যে বলেছেন, 'সেই সময়ে টাইক্কানের ছবি আঁকা দেখে দেখেই একদিন আমার মাথায় এলো, জলে কাগজ ভিজিয়ে ছবি আঁকলে হয়। তাঁকে দেখতুম ছবিতে খুব করে জলের ওয়াশ দিয়ে ভিজিয়ে নিত। আমি আমার ছবিশুদ্ধ কাগজ দিলুম জলে ডুবিয়ে তুলে দেখি বেশ সুন্দর একটা এফেক্ট হয়েছে। সেই থেকে ওয়াশ প্রচলিত হল।

মন্তব্য: আবার এর বিপরীত দিকটির কথাও অবনীন্দ্রনাথ জানিয়েছেন, যুক্তি আমার কাছেও সে শিখত মোগল ছবির নানান টেকনিক'
i. মন্তব্যটি ভুল, যুক্তি সঠিক
ii. মন্তব্যটি ও যুক্তি দুটিই সঠিক
iii. মন্তব্যটি ও যুক্তি দুটিই ভুল
Iv. মন্তব্যটি সঠিক, যুক্তিটি ভুল।

Answers

Answered by qwmagpies
0

এখানে মন্তব্যটি ও যুক্তি দুটিই সঠিক।

সঠিক উত্তর হলো ii. মন্তব্যটি ও যুক্তি দুটিই সঠিক।

  • ১৯০২ সালে ওকাকুরার সাহায্যে জাপান থেকে ইয়োকোয়ামা টাইক্কান ও হিশিদা সুনসো নামে দুজন শিল্পী জোড়াসাঁকোয় এসে চিত্রকর অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রকলার পাঠ দিয়েছিলেন।
  • টাইক্কান ছবি আঁকার সময় ছবিতে খুব করে জলের ওয়াশ দিয়ে ভিজিয়ে নিত। তার এই আঙ্গিক থেকে অবনীন্দ্রনাথের ওয়াশ ছবির সূচনা হয়।
  • আবার অবনীন্দ্রনাথের কাছে টাইক্কান শিখত মোগল ছবির নানান টেকনিক।

Similar questions