সহায়ক পাঠ থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোসুভাগা কী দেখে বুঝলেন গায়েবীকে এই পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না?
i. গায়েবীর মুখে সূর্যের আলো ক্রমে ফুটে উঠতে দেখে
ii. গায়েবীর মুখে সূর্যের আলো ক্রমে অস্পষ্ট হতে দেখে
iii. গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না ধীরে ধীরে নিভে যেতে দেখে
iv. গায়েবীর কালো চুলে চাঁদের জোৎস্না ধীরে ধীরে প্রস্ফুটিত হতে দেখে
Answers
Answered by
0
your answer is second hope its helpful to you
Answered by
2
গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না ধীরে ধীরে নিভে যেতে দেখে সুভাগা বুঝলেন যে গায়েবীকে এই পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না।
- উদ্ধৃত প্রশ্নটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শিলাদিত্য (রাজকাহিনী'র প্রথম অধ্যায়) নামক গল্প থেকে নেওয়া হয়েছে।
- এই গল্পে সুভাগা নামক অকাল বিধবার দুইটি দেবতুল্য সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে) প্রাপ্তি হয়েছিল সূর্যদেবের আশীর্বাদে। ছেলেটির নাম সুভাগা রেখেছিলেন গায়েব ও মেয়েটির নাম রেখেছিলেন গায়েবী।
- গায়েব ও গায়েবীকে নিয়ে সুভাগা যখন মন্দিরের বাইরে এলেন তখন পূর্বে সূর্যোদয় হচ্ছিল ও পশ্চিমে চাঁদ অস্ত যাচ্ছিল।
- এমন সময়ে সুভাগা দেখলেন যে গায়েবের মুখে সূর্যের আলো ক্রমশ ফুটে উঠছে। অপরদিকে গায়েবীর কালো চুলের জ্যোৎস্না ধীরেধীরে হারিয়ে যাচ্ছে।
- গায়েবীর কালো চুলের জ্যোৎস্না ধীরেধীরে হারিয়ে যাওয়া দেখেই সুভাগা বুঝেছিলেন যে গায়েবীকে পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না।
Similar questions