Science, asked by priya642bis, 1 day ago

, ডায়রিয়া হলে সমস্যা দেখা দিতে পারে ? ।​

Answers

Answered by mondalankit171
0

Answer:

yes , অবশ্যই সমস্যা হতে পারে

Answered by krsusantamanna
2

Answer:

ডায়ারিয়ার সমস্যাগুলি হল -

a. বারে বারে অতিরিক্ত জলীয় আঁশটে গন্ধযুক্ত মলত্যাগ হয়।

b. শরীর থেকে জল বেরিয়ে যাওয়া বা ডিহাইড্রেশন (Dehydration) হয় এবং জলসাম্য নষ্ট হয়ে যায়।

c. পেটে যন্ত্রণা ও বমি হয়। পাচকরস নষ্ট হয়ে যায়।

d. মলের সঙ্গে রক্তক্ষরণ ও শ্লেষ্মা নির্গত হয়।

e. ক্ষুধার প্রতি অনীহা।

f. হালকা জ্বর, মাথা ঘোরা, চোখ ও চোয়াল ঢুকে যায় এবং ত্বক কুঞ্ঝিত হয়, শিরায় টান ধরে।

g. শরীরে অম্ল-ক্ষার ও ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়ে যায়।

Similar questions