India Languages, asked by pamitasarkar030, 1 day ago

বাড়ির ঘুলঘুলিতে বাসা করে। ফুড়ুৎ করে উড়ে যায়। কোন পাখি?​

Answers

Answered by lavanyamehandi99
0

Answer:

Which language is this

Explanation:

Answered by SparshaM
2

Answer:

  • বাড়ির ঘুলঘুলিতে বাসা করে 'চড়ুই' পাখি। গ্রামাঞ্চলে এই পাখিকে ব্যাপক ভাবে দেখা যায়।

  • চড়ুই পাখি ১৬ থেকে ১৮ সেমি হয়ে থাকে , এদের গায়ের রং হালকা বাদামী মিশ্রিত ধূসর হয়। স্ত্রী চড়ুই পুরুষ চড়ুইয়ের তুলনায় একটু খাটো। এদের প্রধান খাদ্য ছোটো ছোটো পোকা-মাকড়, শস্যদানা, ইত্যাদি।

  • এই পাখিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে খুঁজে পাওয়া যায়, তবে বর্তমান সময়ে আবহাওয়ার তারতম্য, পরিবেশ দূষণ, ইত্যাদির কারণ এদের জীবন ধারায় ব্যাপক প্রভাব পড়ছে।

  • এছাড়াও বাড়ির ঘুলঘুলিতে 'ঘুঘু' পাখি ও বাস করে, তবে এই পাখি চড়ুই এর মত ফুড়ুৎ করে উড়ে যায়না।
Similar questions