History, asked by sagarmolla593, 1 day ago

সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০টি শব্দ) : ৩.১ অর্থনৈতিক জাতীয়তাবাদ কী?​

Answers

Answered by uttamkapuri1965
0

Answer:

please mark as brainliest answer

Explanation:

ভারতে ইংরেজ শাসন ও শোষণের পরিণতিতে ভারতবাসীর দারিদ্রের কথা কিছু নেতা দেশ বাসীর সামনে তুলে ধরেন।

● অর্থনৈতিক জাতীয়তাবাদ : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে জাতীয়তাবাদী নেতাগণ ভারতের অর্থনৈতিক দূরবস্থার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করে সমালোচনা করেছিলেন, তাদের এই বক্তব্য অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত ।

ভারতীয়দ জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দ অর্থনৈতিক জাতীয়তাবাদের কথা প্রচার করেন । তাদের মতে, ইংরেজ সরকারের শিল্প-বাণিজ্য শুল্কনীতির ফলেভারত ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল রফতানি এবং ইংল্যান্ডের শিল্পদ্রব্য আমদানিকারক দেশে পরিণত হয়েছে । ফলেলাভের টাকা ভারত থেকে ইংল্যান্ডে চলে যাচ্ছে।

অর্থনৈতিক জাতীয়তাবাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন—— দাদাভাই নৌরজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত প্রমুখ।

Similar questions