Science, asked by Kamalchaudhary8441, 1 day ago

ভৌতিক আৰু ৰাসায়নিক ধমৰ মাজৰ পাতক

Answers

Answered by krsusantamanna
1

Answer:

ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. ভৌত পরিবর্তনের মাধ্যমে কোন নতুন বস্তুর সৃষ্টি হয় না।

কিন্তু, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুর সৃষ্টি হয়।

২. ভৌত পরিবর্তনের মাধ্যমে বস্তুর শুধু ভৌত ধর্মের পরিবর্তন হয়।

কিন্তু, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়।

৩. ভৌত পরিবর্তনে বস্তুর অণু গঠনের কোন পরিবর্তন হয় না।

কিন্তু, রাসায়নিক পরিবর্তনে বস্তুর অণু গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন অণুর সৃষ্টি হয়।

৪. ভৌত পরিবর্তনে বস্তুর রাসায়নিক সংযুতির পরিবর্তন হয় না। অপরদিকে, রাসায়নিক পরিবর্তন হলে সমানু ছাড়া বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়।

৫. ভৌত পরিবর্তনে তাপ শক্তির শোষণ বা উদগীরণ ঘটতে পারে, নাও পারে।কিন্তু, রাসায়নিক পরিবর্তনে তাপ শক্তির শোষণ বা উদগীরণ অবশ্যই ঘটে।

৬. ভৌত পরিবর্তন অস্থায়ী।

কিন্তু, রাসায়নিক পরিবর্তন স্থায়ী হয়।

Similar questions