India Languages, asked by soumalyapatra446, 7 days ago

তোমার এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আর্জি জানিয়ে স্বাস্থ্য আধিকারিককে চিঠি । ​

Answers

Answered by yuvibansal8
0

Answer:

আর্জি জানিয়ে

Explanation:

আধিকারিককে

Answered by nithishhirthick
1

Explanation:

প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে "প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা" কে বুঝানো হয় যেগুলো বৈজ্ঞানিকভাবে সঠিক এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য পদ্ধতি ও প্রযুক্তি। এটি হলো সার্বজনীন স্বাস্থ্যসেবা যা কোন সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি এবং পরিবার গ্রহণ করতে পারে।[১] প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার বাইরে প্রাথমিক স্বাস্থ্যসেবা হলো স্বাস্থ্য বিষয়ে একটি প্রচেষ্টা যা স্বাস্থ্যসমতার উপর জোড় দেয়।[২][৩] প্রাথমিক স্বাস্থ্যসেবার মাঝে সকল ক্ষেত্র অন্তর্ভুক্ত যেগুলো স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত, যেমন স্বাস্থ্য সেবাসমূহ, পরিবেশ এবং জীবনযাত্রা।[৪][৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বা ডাব্লিউএইচও প্রাথমিক স্বাস্থ্যসেবার লক্ষ্যকে তিনটি ভাগে বিবরণ করে "জনগণ এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন, বিভিন্ন নীতি; এবং স্বাস্থ্য সেবাসমূহের মূল হিসেবে প্রাথমিক সেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য কার্যক্রম।" এই সংজ্ঞানুসারে, অসুস্থ বা অক্ষম অবস্থায় কোন ব্যক্তিকে সাহায্য করাই প্রাথমিক স্বাস্থ্য সহায়তার কাজ নয়, বরং এই ধরনের সমস্যা দূর করাও এটির কাজ।

Similar questions