১.৩ ‘হায়, বিধি বাম মম প্রতি। - বক্তা কে? তার এমন মন্তব্যের রশ্নিষণ করা?
Answers
Answer:
সঠিক প্রশ্ন :-
★ 'হায়, বিধি বাম মম প্রতি। - বক্তা কে ? তার এমন মন্তব্যের কারণ কি ?
উওর :-
➳ মাইকেল মধুসূদন দত্তের 'অভিষেক' কাব্যাংশের উল্লিখিত অংশে, বক্তা হলেন লঙ্কারাজ রাবণ ।
➳ নিয়তির নিষ্ঠুরতাকে রাবণ তাঁর জীবনে বারবার উপলব্ধি করেছেন। কুম্ভকর্ণের মৃত্যু ছিল একটি আঘাত। একইভাবে বীরবাহুর মৃত্যুতে রাবণের প্রতি নিয়তির বিরূপতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মেঘনাদের হাতে যুদ্ধে নিহত হওয়ার পরেও যেভাবে রামচন্দ্র পুনর্জীবন লাভ করেছে ও বীরবাহুকে যুদ্ধে হত্যা করেছে তা রাবণকে ও হতাশ করে তুলতে ।- "কে কবে শুনেছে, পুএ, ভাসে শিলা জলে, / কে কবে শুনেছে, লোক মরি পুনঃ বাঁচে ?" এ কথা বলার সময়ে মহাবীর রাবণকে হতাশ মনে হয়েছে ।
অতিরিক্ত তথ্য :-
☛ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য-র প্রথম সগ "অভিষেক" থেকে পাঠ্য অংশটি নির্বাচিত হয়েছে ।
☛ মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল হল ১৮২৪ - ১৮৭৩ খ্রিস্টাব্দ ।
☛ মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় ১৮৬১ খ্রিস্টাব্দে ।
☛ মেঘনাদবধ কাব্য-এর সগসংখ্যা নয়টি ।
A
Explanation:
i don't know