India Languages, asked by suvojithalder141, 1 day ago

৫.১। দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল, তা ‘আফ্রিকা’ কবিতা অনুসরণে আলােচনা করাে।​

Answers

Answered by rajsanjit200726
3

Answer:

স্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল, তা ‘আফ্রিকা’ কবিতা অনুসরণে আলােচনা করাে।​

Explanation:

Answered by Manjula29
3

আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ উদৃত পংক্তিতে অপমানিত আফ্রিকাকে এ কথা বলছেন ।

‘আফ্রিকা’ কবিতায় ‘ কবি অপমানিত ইতিহাস’ বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শােষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির শুরু থেকেই আফ্রিকা অরণ্যে আবৃত। আফ্রিকাতে তথাকথিত উন্নত সভ্যতার আলাে  তখন ও পৌঁছায়নি। সভ্য ইউরােপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তখনকার  সভ্য’ পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু উনবিংশ শতকে ইউরােপীয়রা আফ্রিকায়  নিজেদের উপনিবেশ পত্তন করে, ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরাে আফ্রিকাই ইউরােপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেয়ে এই সাদা চামড়ার ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃয়াঙ্গ সরল মানুষগুলিকে লােহার হাতকড়ি পরিয়ে এই বর্বরেরা তাদের  ক্রীতদাস বানায়। শ্বেতাঙ্গ  বর্বরতা ও লােভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালাে। এইসব অত্যাচারিত মানুষদের রক্ত চোখের জল এ আফ্রিকার বনপথের ধুলাে কাদাতে পরিনত হয় । সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা-লাগান জুতাের তলার কাদার নিস্পেশি্ত  আফ্রিকার অপমান  ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছে

Similar questions