India Languages, asked by csm1213141516, 1 day ago

২.৮ ‘ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত
। – বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কী করেছিল?​

Answers

Answered by nilusikder202
0

Ans :

  • 'পাহাড়িয়া বর্ষার সুরে' গল্পে পৃথিবীতে যখন খরা নেমেএসেছিল তখন ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। সে ঠিক করেছিল যে ভগবানকে জিজ্ঞাসা করবে কেন তার সৃষ্টিকে এত অবহেলা করছে। সে সকালে বেলা যাত্রা শুরু করেছিল এবং সে জানতো যে ভগবানের কাছে যাওয়ার জন্য রাস্তা অত্যন্ত ক্লান্তিকর ও দুর্গম । সে যখন তার গন্তব্যে যাচ্ছিল তখন তার সঙ্গে মৌমাছি, মোরগ ,বাঘ এর সঙ্গে দেখা হয়, তারাও বলে তারাও ব্যাঙের সঙ্গে যাবে। এইভাবে তারা স্বর্গে গেল এবং পৃথিবীতে বৃষ্টি নামিয়ে আনলো।।
Similar questions