মধ্যগতি বা সমভূমি প্রবাহ কাকে বলে
Answers
Answered by
0
Answer:
পার্বত্য অঞ্চল ছেড়ে নদী যখন সভা ভূমির উপর দিয়ে বয়ে যায় তখন নদীর সেই প্রবাহটি হলো সমভূমি প্রবাহ বা মধ্যগতি।
Explanation:
- গতিবেগ -- ভূমির ঢাল অপেক্ষাকৃত কম থাকে বলে স্রোতের বেগ কমে যায়।
- কাজ -- স্রোতের বেগ অপেক্ষাকৃত কম থাকে বলে মধ্য গতিতে নদীর প্রধান কাজ হয় বহন এবং বাহিত পদার্থ কিছু পরিমাণ অবক্ষেপণ। এই অংশের নদীর ছোট ছোট শিলাখণ্ড ও পরিবহন করে নিয়ে যায় এবং কিছু পরিমাণ পার্শ্ব ক্ষয় করে।
- খাতের আকৃতি -- নিম্ন ক্ষয় এর তুলনায় পার্থক্য বেশি হয় বলে কম গভীরতা বিশিষ্ট চওড়া নদী খাতের সৃষ্টি হয়।
Attachments:
Similar questions