Hindi, asked by polybegam321, 19 days ago

দিন ও রাতের গভূমিতে হাটের চিত্র ‘হট’ কবিতায় কীভাবে বিবৃত হয়েছে তা আলােচনা করাে। ​

Answers

Answered by Anonymous
2

দূরে দূরে গ্রাম দশ বারোখানি , মাঝে একখানি হাট

সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট।

বেচাকেনা সেরে বিকেলবেলায়

যে যার ঘরে ঘরে ফিরে যায়;

বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া পূবের মাঠ ;

দূরে দূরে গ্রামে জ্বলে উঠে দ্বীপ …আঁধারেতে থাকে হাট।

Similar questions