মডেল অ্যাক্টিভিটি টাস্ক।
চতুর্থ শ্রেণি
বাংলা
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ ‘সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকাল।
- ‘উবার পরিচয় দাও। কোন ছবিটা দেখে সে কথকের দিকে তাকিয়ে
১.২ ‘কোনাে ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি।
বক্তা কে? তিনি কোন ওষুধের কথা বলেছেন?
১.৩ মাঠের বৃষ্টি বড়াে বিশাল।
সেই বৃষ্টির বিবরণ কথক কীভাবে দিয়েছে?
১.৪ ‘আমার তরি বােঝাই করে দেবে উপহার।
- কে, কী উপহার দেবে?
.৫ ‘দূরের পাল্লা’ কবিতাংশে কতজন মাঝির কথা রয়েছে? তারা নে
ীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :
Answers
Answered by
2
Explanation:
আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সুবিধার জন্য আমরা আবারো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা চতুর্থ শ্রেণীর জন্য দেওয়া হয়েছে তার বিশদ ভাবে উত্তর সহ আলোচনা করা হলো। যেটি আশা করা যাচ্ছে পুজোর পর যখন স্কুল খোলা হলে জমা দিতে হবে আর তোমরা এই পোস্ট এ 7 এর সমস্ত প্রশ্নের বিষয়ভিত্তিক আলোচনা দেখতে পারবে। এখানে এর সমাধান দেওয়া হলো।
আমাদের ওয়েবসাইট এ সবসময় যেকোনো শ্রেণীর খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তী সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ করে রাখো।
Similar questions