হিমোবাহের সঞ্চয় করজের ফোলে গোতিথো বিভিন্নো প্রোকার গড়ব্রেখার সচিত্রো বারনোনা দাও
Answers
Answer:
ভাই প্রশ্নটি হতো
হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখা সচিত্র বর্ণনা দাও
Explanation:
উচ্চ পার্বত্য অঞ্চলে বিভিন্ন আকৃতির বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, নুড়ি, কাঁকড় ইত্যাদি হিমবাহের সঙ্গে সঞ্চিত হতে হতে নিচের দিকে এগিয়ে যায়। হিমবাহ বাহিত এই স্তূপাকারে সঞ্চিত পদার্থগুলিকে একত্রে গ্রাবরেখা বলে। হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের গ্রাবরেখা দেখা যায়। প্রকৃতি ও অবস্থান অনুসারে গ্রাবরেখাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন-
অ)পার্শ্ব গ্রাবরেখা☞হিমবাহের দু'পাশে যে গ্রাবরেখা সঞ্চিত হয়, তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে।
আ)প্রান্ত গ্রাবরেখা☞হিমবাহ যে স্থানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেই স্থানে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে।
ই)মধ্য গ্রাবরেখা☞দুটি হিমবাহের পাশাপাশি মিলনের ফলে তাদের মধ্যবর্তী অঞ্চলে যে গ্রাবরেখা সৃষ্টি হয়, তাকে মধ্য গ্রাবরেখা বলে।
ঈ)ভূমি গ্রাবরেখা☞হিমবাহের তলদেশে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে ভূমি গ্রাবরেখা বলে।
উ)অবিন্যস্ত গ্রাবরেখা☞হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে যে গ্রাবরেখা সৃষ্টি হয়, তাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে।
বিভিন্ন প্রকার গ্রাবরেখা
ঊ)হিমাবদ্ধ গ্রাবরেখা☞সময় বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর প্রভৃতি হিমবাহের ফাটলের মধ্যে প্রবেশ করে আবদ্ধ হয়ে পড়ে। একে হিমাবদ্ধ গ্রাবরেখা বলে।
এ)রোজেন গ্রাবরেখা☞কয়েকটি গ্রাবরেখা পরস্পরের ওপরে বা স্তরে স্তরে সঞ্চিত হলে, তাকে রোজেন গ্রাবরেখা বলে।
ঐ)বলয়ধর্মী গ্রাবরেখা☞গ্রাবরেখা বলয়ের আকারে সঞ্চিত হলে, তাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে।
উদাহরণ☞তিস্তা নদীর উচ্চ অববাহিকিয় লাচুং ও লাচেন অঞ্চলে এবং কাশ্মীরের লিডার ও কোলাহই নদীর উপত্যকায় গ্রাবরেখা দেখা যায়।
ভাই আশা করি প্রশ্নটির উত্তর আপনি পেয়েছেন। যদি কোন ভুল করি মাফ করবেন