India Languages, asked by sayantadinhata2021, 1 day ago

অর্ধ-তৎসম বা ভগ্ন-তৎসম শব্দের দুটি উদাহরণ দাও।​

Answers

Answered by haldarbristi2007
0

Answer:

অর্ধতৎসম শব্দ

আর অর্ধতৎসম মানে আধা সংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধতৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে। অর্ধতৎসম শব্দের উদাহরণ : জোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি (এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোত্স্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুিসত শব্দ থেকে আগত)

Answered by nabanitamukherjeemid
1

Answer:

অর্ধ তৎসম শব্দের উদাহরণ

কেষ্ট, বিষ্টু, বোষ্টম, গিন্নি, পেন্নাম, চরিত্তির, চিত্তির, মিত্তির, শত্তুর, পুত্তুর, কেত্তন, সূয্যি, চন্নন, চিনিবাস (শ্রীনিবাস), গেরস্থ, ফলার(<ফলাহার), মোচ্ছব, উচ্ছব, সোয়াস্তি, ছেরাদ্দ, রোদ্দুর, বিচ্ছিরি, ছিরি, নেমন্তন্ন, তেতপ্পর(<তৃতীয় প্রহর), প্রভৃতি।

Explanation:

asha kori answer peye gecho

valo lagle brainliest mark kore dio

Similar questions