English, asked by kritisardar570, 19 days ago

শূন্য বিভক্তি কাকে বলে​

Answers

Answered by Fatema2233
25

Answer:

সংজ্ঞাঃ যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোন পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে। ... আর যখন শব্দটিকে বাক্যে ব্যবহার করা হয় তখন সেটি পদ।

Answered by pulakmath007
2

যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে

দেওয়া আছে :

শূন্য বিভক্তি

জানতে হবে :

শূন্য বিভক্তি কাকে বলে

উত্তর :

ধাপ 1 :

শূন্য বিভক্তি কাকে বলে

যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে

ধাপ 2 :

উদাহরণ দাও

বুলবুলিতে ধান খেয়েছে

ধান পদে সাধারণ দৃষ্টিতে মনে হয় কোনো বিভক্তি চিহ্ন নেই । কিন্তু আছে । যেমন : ধান + অ । এখানে 'অ' শূন্য বিভক্তি হিসাবে কাজ করছে ।

সর্বশেষ উত্তর :

যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. লিঙ্গ পরিবর্তন 'বিহঙ্গ'

https://brainly.in/question/45477751

2. ‘দর্শন শব্দটির ব্যুৎপত্তি হলাে— (ক) দৃশ + অনট প্রত্যয় (খ) দশ + অন প্রত্যয় (গ) দৃশ + সন প্রত্যয় (ঘ) দৃশ - শন প্রত্যয়

https://brainly.in/question/44975061

#SPJ3

Similar questions