বুড়ো মানুষ টির কথা শোনো বুড়ো মানুষ টি কে?
Answers
Answer:
সঠিক প্রশ্ন :-
✫ "বুড়ো মানুষের কথাটা শুনো" - বুড়ো মানুষটি কে ?
উত্তর :-
আলোচ্য অংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'পথের দাবী' রচনাংশের অংশ এটি।
'বুড়ো মানুষ' বলতে এখানে নিমাইবাবুকে বোঝানো হয়েছে।
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
অতিরিক্ত তথ্য :-
● ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত শরৎচন্দ্রের উপন্যাসটি হল "পথের দাবী"।
● কথাশিল্পী শরৎচন্দ্র ১৮৭৬ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর মাসে হুগলি জেলার দেবানন্দপুর গ্ৰামে জন্মগ্ৰহণ করেন।
● কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কটা উপন্যাসগুলির মধ্যে রয়েছে - "বড়দিদি", "পল্লীসমাজ", "দেবদাস", "বিন্দুর ছেলে", "রামের সুমতি", "চরিত্রহীন" প্রভৃতি।
● পথের দাবী রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "পথের দাবী" উপন্যাসের অংশবিশেষ।
Explanation:
Answer:
সঠিক প্রশ্ন :-
✫ "বুড়ো মানুষের কথাটা শুনো" - বুড়ো মানুষটি কে ?
উত্তর :-
\implies⟹ আলোচ্য অংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'পথের দাবী' রচনাংশের অংশ এটি।
'বুড়ো মানুষ' বলতে এখানে নিমাইবাবুকে বোঝানো হয়েছে।
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
অতিরিক্ত তথ্য :-
● ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত শরৎচন্দ্রের উপন্যাসটি হল "পথের দাবী"।
● কথাশিল্পী শরৎচন্দ্র ১৮৭৬ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর মাসে হুগলি জেলার দেবানন্দপুর গ্ৰামে জন্মগ্ৰহণ করেন।
● কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কটা উপন্যাসগুলির মধ্যে রয়েছে - "বড়দিদি", "পল্লীসমাজ", "দেবদাস", "বিন্দুর ছেলে", "রামের সুমতি", "চরিত্রহীন" প্রভৃতি।
● পথের দাবী রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "পথের দাবী" উপন্যাসের অংশবিশেষ।