রাতে বা দিনে কোন কোন ফুল ফোটে? কোনাে ফুলের পরাগ কি কোনাে প্রাণী খাদ্য হিসাবে খাদ্য গ্রহণ করে? ফুলের পরাগ মানবদেহে প্রবেশ করলে কী কী সমস্যা হতে পারে? . ফুলের পাপড়ির রং-কে মানুষ কী কী কাজে ব্যবহার করে? . সূর্যের আলাের সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কী? 0 ফুলের কোন অংশটি থেকে ফল তৈরি হয়?
Answers
Answered by
0
Answer:
বাঙলায় অনুসন্ধান করুন
রাতে বা দিনে কোন কোন ফুল ফোটে
ড্রাগন ফ্রুট ফ্লাওয়ার : বড় বড় পাপড়িযুক্ত এ ফুলটি অক্টোবর এবং মে মাসে রাতে ফোটে। আমেরিকার মধ্যাঞ্চল ও মেক্সিকো এ ফুলটির আবাসস্থল হলেও এখন ভিয়েতনাম, তাইওয়ান, চীন এবং মালয়েশিয়াতেও এ ফুলটির ব্যাপক চাষ হয়। ফোর ও-ক্লক ফ্লাওয়ার : সন্ধ্যায় নির্দিষ্ট সময় ফোটার জন্য এ ফুলটির এমন নামকরণ করা হয়েছে।
Similar questions