কোন তত্ত্বের উপর নির্ভর করে চেম্বারলিন ও মুলটনের গ্রহানু তত্ত্ব গড়ে ওঠে ?
Answers
Answer:
গ্রহাণুতত্ত্বের মূলকথা
সৌরজগৎ সৃষ্টির পূর্বে সেখানে একটি জ্বলন্ত বাষ্পীয় পিণ্ড বা সূর্য ছিল। কোন এক সময় বিশাল আকৃতির এক শক্তিশালী নক্ষত্র সূর্যের কাছে চলে আসে। আগন্তুক নক্ষত্রের প্রচন্ড মধ্যাকর্ষণ শক্তির টানে এবং সূর্যের কেন্দ্র থেকে বিপরীত দিকে কার্যকরী কেন্দ্রাতিগ বা কেন্দ্রবহির্মুখী বলের প্রভাবে সূর্য থেকে কিছু অংশ ছিটকে বেরিয়ে যায়। সূর্য থেকে বিচ্ছিন্ন বাষ্পীয় পদার্থ আগন্তুক নক্ষত্রের সঙ্গে মিলিত হওয়ার আগে নক্ষত্রটি বহুদূর চলে যায়।
আগন্তুক নক্ষত্রটি বহুদূর চলে যাওয়ায় গ্রহগুলির সূর্যের অভিকর্ষ এলাকার মধ্যে অবস্থান করায় সূর্যের চারপাশে ঘুরতে থাকে।
বিচ্ছিন্ন বাষ্পীয় পদার্থ জমাটবদ্ধ হয়ে গ্রহ কণিকার(Planetesimal) সৃষ্টি হয়। গ্রহ কণিকা গুলি পরস্পরের আকর্ষণে জমাটবদ্ধ হয়ে গ্রহ সৃষ্টি করে। ছোট কণাগুলি জমাটবদ্ধ হয়ে উপগ্রহ সৃষ্টি করে।
মতবাদের সমালোচনা
গ্রহ ও উপগ্রহ সৃষ্টি এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায় না।
১.গ্রহগুলির আয়তন অনুসারে বিন্যাস এর ব্যাখ্যা পাওয়া যায় না।
২.গ্রহগুলির পরিক্রমণ গতির ধারণা পাওয়া গেলেও ৩.আবর্তন গতির ব্যাখ্যা পাওয়া যায় না।
৪.কৌণিক ভরবেগের বন্টনের সঠিক ধারণা পাওয়া যায় না।