১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো?
Answers
Answered by
1
Explanation:
ভারত ছাড়ো আন্দোলন (ইংরেজি: Quit India Movement) (আগস্ট আন্দোলন) ছিল একটি আইন অমান্য আন্দোলন যেটি ১৯৪২ সালের ৯ আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করে একটি গণপ্রতিবাদ যেটিকে গান্ধী উল্লেখ করেন ব্রিটিশদেরকে "ভারত ছাড়ার" একটি দাবি হিসেবে।
ভারত ছাড়াে আন্দোলন প্রকৃত অর্থেই হয়ে উঠেছিল সর্ববৃহৎ জাতীয় গণ আন্দোলন । এই আন্দোলনে শ্রমিক ও কৃষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়ে একে গণ আন্দোলনের রূপ দান করে । নিখিল ভারত কংগ্রেস কমিটিও এই আন্দোলনকে ' গণযুদ্ধ ' আখ্যা দিয়েছিল ।
Similar questions