History, asked by ra637069, 19 days ago

ভারতে রেলপথ প্রজননের উদ্দেশ্য কারণ কি

Answers

Answered by atryeedutta
2

ভারতবর্ষে সর্বপ্রথম লর্ড ডালহৌসি ১৮৫৩ খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপন করে। ভারতে এই রেলপথ স্থাপনের পেছনে ইংরেজদের বিভিন্ন সাম্রাজ্যবাদী উদ্দেশ্য কাজ করেছিল। এই উদ্দেশ্যগুলি এর মধ্যেই রয়েছে রেলপথ গড়ে তোলার অন্তর্নিহিত কারণ। ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য গুলি ছিল -

1. অর্থনৈতিক উদ্দেশ্য -

১. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে যে কারখানা তৈরি হয়েছিল সেই কারখানাগুলোতে ভারতের কাঁচামাল সহজে ও সুলভে বন্দরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেলপথ স্থাপন করা হয়।

২. ইংল্যান্ডের কারখানায় উৎপাদিত পণ্য দ্রুত ভারতের সর্বোচ্চ পৌঁছে দেওয়া।

৩. শিল্প বিপ্লবের ফলে ব্রিটিশ পুঁজিপতিদের হাতে জমা উদ্বৃত্ত পুঁজি রেলপথ সহ অন্যান্য নানা ক্ষেত্রে লগ্নির ব্যবস্থা করা।

৪. ভারতবর্ষে ইংরেজদের কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি করা

2. রাজনৈতিক উদ্দেশ্য :-

১. সুবিশাল ভারতীয় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করা।

২. রাজনৈতিক নিয়ন্ত্রণ সু- প্রতিষ্ঠিত করা।

৩. প্রশাসনিক কাজে দ্রুত তদারকি করা।

3. সামরিক উদ্দেশ্য :-

১. ভারতের বিভিন্ন অংশে বিদ্রোহ দমনের উদ্দেশ্যে দ্রুত সেনাবাহিনী পাঠানো।

২. বহিঃশত্রুর আক্রমণ থেকে ব্রিটিশ সাম্রাজ্য কে রক্ষা করা।

৩.সেনাবাহিনীর কাছে দ্রুত খাদ্য,রসদ ও অস্ত্রশস্ত্র পাঠানো।

4. বিপর্যয় মোকাবিলা :

ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ সহ নানা প্রাকৃতিক বিপর্যয় ছিল নিয়মিত ঘটনা। এইসব বিপর্যয় মোকাবিলা করার জন্য উপদ্রুত এলাকায় দ্রুত ত্রাণ ও খাদ্য পৌঁছানোর জন্য রেলযোগাযোগ অপরিহার্য ছিল।

এই প্রসঙ্গে অধ্যাপক সুগত বসু এবং আয়েশা জালাল তাঁদের " Mordern South Asia" গ্রন্থে দেখিয়েছেন, বৃটেনের উপনিবেশিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই ভারতের রেলপথ স্থাপনের কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছিল। অধ্যাপক জে.এম.হার্ড যথার্থই বলেছেন, ' এর পিছনে যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যই ছিল, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই।'

Similar questions