Hindi, asked by tarelswar3049, 5 days ago

আমরা কালি ও তৈরি করতাম নিজেরাই- কারা কালি্ তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন

Answers

Answered by architad439
4

Answer:

রামকিঙ্কর বেইজ নিজেই কালি তৈরী করতেন ।

Answered by StarFighter
77

Answer:

সঠিক প্রশ্ন :-

➳ " আমরা কালিকে তৈরি করতাম নিজেরাই। " - কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন।

উত্তর :-

➳ শ্রীপান্থ রচিত 'হারিয়ে যাওয়া কালি কলম' রচনায় লেখক তাঁর সহপাঠী কালি তৈরি করতেন ।

‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌‌ ‌ ‌ ‌‌ ‌‌ ‌ ‌ কালি তৈরি করার পদ্ধতি :-

প্রচলিত ছড়া : আলোচ্য প্রবন্ধে লেখক তাঁর ছেলেবেলায় কালি তৈরি নিয়ে প্রচলিত ছড়ার কথা বলেছেন । ছড়াটি হল - "তিন ত্রিফলা সিমুল ছালা / ছাগ দুগ্ধে করি মেলা / লৌহপাত্রে লোহায় ঘসি / ছিঁড়ে পত্র না ছাড়ে মসি "

উপকরণ : ছড়াটিতে তিল, ত্রিফলা, শিমুল গাছের ছাল, ছাগলের দুধ ইত্যাদি উপকরণের কথা আছে । এতগুলি উপহার জোগাড় করে কালি তৈরি করা খুব সহজ কাজ ছিল না । তাই লেখক অন্য সহজ পথ ধরেন ।

বিকল্প পদ্ধতি : লেখক বাড়িতে কাঠের আগুন রান্না হত । তাতে কড়াইয়ের তলায় প্রচুর কালি জমত । লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে, পাথরের বাটিতে জল গুলে রাখা হত । যারা কালি তৈরিতে ওস্তাদ তারা এই কালো জলে হরীতকী ঘষত । কখনো-কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে এবং তা বেটে সেই জলে মেশানো হত । এইসব ভালো করে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিক পুড়িয়ে লাল করে সেই জলে স্পর্শ করালে তা টগবগ করে ফুটত । তারপর ন্যাকড়ায় ছেঁকে মিটির দোয়াতে ভরে নিলেই তৈরি হয়ে যেত কালি ।

\\

অতিরিক্ত তথ্য :-

⚘ নিখিল সরকার ওরফে 'শ্রীপান্থ'-র জন্ম হয় খ্রিস্টাব্দে

⚘ শ্রীপান্থ হল নিখিল সরকারের ছদ্মনাম।

⚘ পাঠ্য "হারিয়ে যাওয়া কালি কলম' রচনাটি নিখিল সরকার রচিত 'কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই' গ্রন্থের অন্তর্গত।

⚘ 'কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই' গ্রন্থটি ছাড়া নিখিল সরকার রচিত অপর দুটি গ্রন্থ হল 'যখন ছাপাখানা এলো', 'মেটিয়াবুরুজের নবাব'

Similar questions