CBSE BOARD X, asked by saharatan1974, 4 days ago

'পৃথিবী' দিয়ে বাক্য রচনা কর​

Answers

Answered by lovestudies58
12

Answer:

'পৃথিবী'

বিজ্ঞানীরা (পৃথিবী) জগৎের কল্যানের জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন।

Answered by Anonymous
4

সৌরজগতের বিভিন্ন গ্রহের মধ্যে আমাদের বাসস্থান যে গ্রহে তার নাম হলো পৃথিবী

উপরোক্ত উত্তরটি ভালভাবে বোঝার জন্য আমাদের বাক্য রচনা সম্পর্কে আরও তথ্য জানতে হবে।

বাক্য রচনা (পদ্ধতি ও অন্যান্য আলোচনা) :

  • বাক্য রচনা হলো বাংলা ব্যাকরণে কৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন।
  • এই অনুশীলনে বিভিন্ন শব্দ দেওয়া হয়, এবং আমাদের লক্ষ্য হয় এমন একটি বাক্য লেখা যার মধ্যে কেনা প্রদত্ত শব্দটি থাকবে। (প্রদত্ত শব্দটি বাক্যে থাকা শান্ত প্রয়োজনীয় এক্ষেত্রে)
  • এই অনুশীলনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনমূলক লেখনী রচনা করার ক্ষমতার প্রাথমিক বিকাশ ঘটে।

এখন আমাদের প্রদত্ত শব্দটি হল, 'পৃথিবী'। অর্থাৎ আমাদের এমন একটি বাক্য লিখতে হবে যার মধ্যে কিনা 'পৃথিবী' শব্দটি থাকবেই।

আমরা জানি 'পৃথিবী' হলো আমাদের নিজেদের গ্রহের নাম, যার মধ্যে কিন্তু আমরা সকলে বাস করি। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই প্রদত্ত বাক্য রচনাটি সম্পন্ন করা হয়েছে।

অতএব, আমরা উপরোক্ত আলোচনার মাধ্যমে পৃথিবী শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করতে সক্ষম হলাম।

Similar questions