তীব্র জল সংকট মালদার সুজাপুরে মুনাতুলি গ্রামে ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই নিয়ে একটি প্রতিবেদন লেখো।
Answers
উপপ্রধান জানান, বিক্ষোভকারীরা অযথা অশান্তি সৃষ্টির চেষ্টা করছিল। সামান্য তর্কাতর্কি হয়েছিল। কিন্তু তা মিটে গেছে।
রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সংকটে জেরবার এলাকার বাসিন্দারা। সম্প্রতি পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন তাঁরা। অবরোধ তুলতে গিয়ে মেজাজ হারিয়ে বসেন পঞ্চায়েতের উপপ্রধান। জলের বোতল দিয়েই বিক্ষোভকারীদের মারতে শুরু করেন তিনি। গোটা ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।
জানা গিয়েছে, অতি বৃষ্টির ফলে নুনিয়া নদীর জলস্তর বেড়ে যায়। নুনিয়া নদীর জল বেড়ে যাওয়ায় জলের স্রোতে পানীয় জলের পাইপ লাইন ভেঙে যায়। জল সঙ্কট শুরু হয় বল্লভপুর পঞ্চায়েত এলাকায়। দুর্গাপুজোর সময়ে পাইপলাইনের মেরামতির কাজ বন্ধ থাকার ফলে পানীয় জলের সংকট আরও বাড়তে থাকে।
লক্ষ্মীপুজোর দিন পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন নুপুর গ্রামের বাসিন্দারা। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন সিধান মণ্ডল নামে পঞ্চায়েতের উপপ্রধান। উপপ্রধানকে দেখতে পেয়েই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন উপপ্রধান। এরপরই উপপ্রধান পানীয় জলের বোতল দিয়ে বিক্ষোভকারীদের মারধর শুরু করে দেন। পুলিশের সামনে এই ঘটনাটি ঘটে।
এরপর গ্রামবাসীরা পাল্টা প্রতিরোধ শুরু করলে পুলিশ তখন এগিয়ে এসে পঞ্চায়েত উপপ্রধানকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর পুলিশ উত্তেজিত জনতাকে ঘটনাস্থল থেকে হঠিয়ে দেয়। এই ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান জানান, বিক্ষোভকারীরা অযথা অশান্তি সৃষ্টির চেষ্টা করছিল। সামান্য তর্কাতর্কি হয়েছিল। কিন্তু তা মিটে গেছে।
এক বছর পরই গভীর জল সংকটে ভুগবে গোটা ভারত৷ দেশের সর্বোচ্চ পরিকল্পনা সংস্থা ‘নীতি আয়োগ' এ কথা জানিয়েছে৷ দুশ্চিন্তায় গোটা দেশ৷
ইতিমধ্যে চেন্নাই, মহারাষ্ট, রাজস্থান, গুজরাট ও কেরালাসহ বিভিন্ন রাজ্যে অস্বাভাবিক জলসংকটে নাজেহাল বিপুল সংখ্যক মানুষ৷
এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে চেন্নাইকে শুধুমাত্র বৃষ্টিই রক্ষা করতে পারে৷ সম্পূর্ণ ফাঁকা কুয়ো ও জলবিহীন শহর চেন্নাই৷ রাজ্যের প্রধান ৪টি জলাধারই শুকনো৷ সরকারি জলের ট্যাঙ্ক থেকে এক ফোঁটা জলের আশায় দীর্ঘক্ষণ ঠায় লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ৷ বন্ধ স্কুল-কলেজ, রেস্তোরাঁও৷ মেট্রো রেলে বন্ধ শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র৷ সর্বত্র বৃষ্টির জন্য আকুতি৷ ভারতের দক্ষিণের রাজ্য চেন্নাইয়ে জল-সংকট ভয়াবহ আকার ধারণ করেছে, যা দেখে হলিউডের অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কথাগুলো লিখেছেন৷ গোটা ভারতে এমন অবস্থা তৈরি হতে আর বেশি দেরি নেই৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল৷