নিমজ্জিত পত্ররন্ধ্র কাকে বলে?
Answers
Answered by
3
Answer:
জলে ভাসমান বা অর্ধনিমজ্জিত উদ্ভিদের পাতার উপরিপৃষ্ঠে পত্ররন্ধ থাকে কিন্তু জলে নিমজ্জিত সবুজ উদ্ভিদের দেহে পত্ররন্ধ থাকে না, অনেক সময় থাকলেও পত্ররন্ধগুলো নিষ্ক্রিয় হয়।জঙ্গল উদ্ভিদের পত্ররন্ধ ত্বকের গভীরে অবস্থান করে । এই ধরনের পত্ররন্ধকে নিমজ্জিত পত্ররন্ধ বলে। (sunken stomata)
Explanation:
পত্ররন্ধ বানানটি আমি ভুল করেছি তুমি ঠিক করে নিবে। আশা করি এই উত্তরটি তোমাকে সাহায্য করবে। (ধন্যবাদ)।
Similar questions