Geography, asked by ali7312, 2 months ago

বিশ্ব উষণায়নের কারণ ও ফলাফল আলোচনা করো ?

Answers

Answered by oishikisengupta2009
1

Explanation:

বর্তমান সময়ে মনুষ্য সমাজের নিকট এক অতি গুরুত্বপূর্ন পরিবেশগত সমস্যা রূপে উদ্ভূত হয়েছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কেবলমাত্র পরিবেশগত সমস্যা নয়, এটি মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে থাকে। 

বিশ্ব উষ্ণায়ন বলতে বায়ুমন্ডলীয় তাপমাত্রার ক্রমান্বয় বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনা কেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন।

সাধারন অবস্থায় সূর্য থেকে পৃথিবীতে যে তাপ এসে পৌঁছায় তার প্রায় বেশির ভাগ অংশই পৃথিবী থেকে পার্থিব বিকিরন রূপে পৃথিবী থেকে মহাশূন্যে নির্গত হয়ে যায়, ফল স্বরূপ পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। বায়ুমণ্ডলীয় কিছু গ্যাস রয়েছে যা পার্থিব বিকিরনের কিছু পরিমান তাপ শোষণ করে পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে তুলেছে। এই গ্যাস গুলি গ্রিনহাউস গ্যাস বলা হয়ে থাকে। গ্রিন হাউস গ্যাস গুলির মধ্যে অন্যতম প্রধান গ্যাস গুলি হল কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, ওজোন ও নাইট্রাস অক্সাইড। পৃথিবীকে কাঁচের ঘরের মতো বেষ্ঠন করে থাকা এই গ্রিন হাউস গ্যাস বিশেষত কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প না থাকলে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে কমে - ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেত। 

বিগত ১৫০ বছরের তাপমাত্রা পর্যালোচনা করে দেখা যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেমন ১০০ বছর পূর্বে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই সামান্য তম পরিবর্তনে সময় লাগে কয়েক শত বছর। কিন্তু এই সামান্য পরিবর্তন পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর গুরুত্বপূর্ন প্রভাব ফেলে । যেমন - হিমযুগে পৃথিবীর গড় তাপমাত্রা আজকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল ও হিমযুগ মধ্যবর্তী উষ্ণ সময়ে গড় তাপমাত্রা আজকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল, ফল স্বরূপ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৪- ৬ মিটার বেড়ে গিয়েছিল। 

বিগত ১৫০ বছর ধরে পৃথিবীর তাপমাত্রা ধীর গতিতে বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে বেশি বেড়েছে ১৯১০ থেকে ১৯৪০ সালের মধ্যে আবার ১৯৪০ থেকে ১৯৭৫ সালের মধ্যে তাপমাত্রা কিছু টা হ্রাস পেয়েছে। কিন্তু ১৮৫০ থেকে ১৯১০ সালের মধ্যে তাপমাত্রার তেমন কোন পরিবর্তন দেখা যায় নি। 

১৯৭০ সালের পর তাপমাত্রা অনেক দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে, প্রতি দশকে প্রায় ০.২ ডিগ্রি সেলসিয়াস করে। তাই পৃথিবীর উষ্ণতম বছর গুলি এই সময়ের মধ্যে অবস্থিত।  

বর্তমানে মানুষের কিছু অবিবেচনা প্রসূত কাজ কর্মের জন্য এই গ্রিন হাউস গ্যাস গুলির পরিমান স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে, যার ফলে এই গ্যাস গুলির দ্বারা শোষিত তাপের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাই বায়ুমণ্ডলীয় তাপমাত্রার পরিমান বেড়ে গিয়ে বিশ্ব উষ্ণায়ন ঘটছে

Similar questions