English, asked by anjumtasfia286, 2 months ago

গ. সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসুল (স.) এর আদর্শ কতটুকু ফলদায়ক যুক্তিসহ উপস্থাপন কর। ঘ. বালক-বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইলেন, এ ঘটনার মধ্যে দিয়ে তাঁর চরিত্রের কোন বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় বিশ্লেষণ কর।​

Answers

Answered by irtizamanzoor2004
1

Answer:

(Sheet) মরু ভাস্কর : সৃজনশীল প্রশ্ন ও উত্তরমহানবি হযরত মুহাম্মদ (স.) মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করেছেন। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তাঁর জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু।

 by কোর্সটিকা

 

in Class 7, Class 7 - বাংলা

A A

‘মরু-ভাস্কর’ প্রবন্ধে লেখক মহানবি (স.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতা বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্রে অচঞ্চলতা এবং শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তাঁর জীবন সমুজ্জ্বল।

আল্লাহর নবি হওয়া সত্ত্বেও তিনি চলতেন সাধারণ মানুষের মতাে। তার চরিত্রে যেমন মিশেছিল হাসিখুশি, কোমলতা ও কঠোরতার ভাব, তেমনি আপন বিশ্বাস ও সত্যের সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতাে কঠোর, পর্বতের মতাে অটল।

মহানবি হযরত মুহাম্মদ (স.) মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করেছেন। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তাঁর জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু।

কুসংস্কারকে তিনি কখনােই প্রশ্রয় দেননি। যা সত্য, যা যুক্তিগ্রাহ্য, তার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন। জ্ঞানচর্চার ওপর সবসময় তিনি গুরুত্ব দিয়েছেন। এর ফলে মুসলিম সমাজ জ্ঞানবিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে।

Similar questions