Geography, asked by tatai5587, 24 days ago

ভৌম জল কাকে বলে এবং গুরুত্বপূর্ণ আলোচনা করো

Answers

Answered by dr84200352
0

Answer:

ভূ-অভ্যন্তরের কিংবা মৃত্তিকা রেগোলিথ এবং শিলা রন্ধে যে জল অবস্থান করে, তাকে ভৌম জল বলে। ভৌম জলের প্রধান উৎস হলো বৃষ্টি ও তুষার গলা জল।

Explanation:

১. পানীয় জলের উৎস:- ভৌম জল মানুষের পানীয় জলের প্রধান উৎস। গভীর ও অগভীর নলকূপ ও কুয়ো থেকে আমরা পানীয় জল সংগ্রহ করি।

২. শিল্প ও কৃষি কাজের প্রসার:- বহু অঞ্চলে ভৌম জলের সঞ্চয় নির্ভর এ কৃষি কাজ ও শিল্প গড়ে ওঠে। পশ্চিমবঙ্গে বহুস্থানে গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে ভৌম জল উত্তোলন করে বহু ফসলি উৎপাদন সম্ভব হয়েছে।

৩. ভূতাপ বিদ্যুৎ উৎপাদন:- উষ্ণ প্রস্রবণ ও গিজার এর উত্তপ্ত ভৌম জল কে কাজে লাগিয়ে ভূতাপ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে।

৪. জন বসতি স্থাপন:- প্রস্রবণ থেকে নির্গত ভৌম জল জনবসতি গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পশ্চিমবঙ্গে শুশুনিয়া পাহাড়ের পাদদেশ থেকে প্রাপ্ত প্রস্রবণ জল ওই স্থানে জনবসতি গড়ে উঠতে সাহায্য করেছে।

৫. পশুদের পানীয় জলের যোগান:- চুনাপাথর গঠিত অঞ্চলে ভূপৃষ্ঠ শুষ্ক প্রকৃতির। এই অঞ্চলে তৃণয় প্রধান উদ্ভিদ।পশু পালনের জন্য প্রয়োজনীয় পানীয় জল এই অঞ্চলে গঠিত ভৌম জলের ভান্ডার থেকে সংগ্রহ করে।

৬. পানীয় প্রস্তুতের কাঁচামাল:- নরম পানীয় প্রস্তুত করতে বা খনিজ জল তৈরিতে ভৌম জল কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

Similar questions