সকাল থেকে বোঝা গিয়েছি সর্বনাশের বহরখানা কার সর্বনাশের কথা বলা হয়েছে সর্বনাশের পরিচয় দাও
Answers
Answered by
0
Answer:
বচনের বিরােধীতা বলতে কী বােঝ? বিপরীত বিরােধীতা ও অধীন বিপরীত বিরােধীতার মধ্যে পার্থক্য কী? অসম বিরােধীতাকে কি প্রকৃত বিরােধীতা বলা যায়?সকাল থেকে বোঝা গিয়েছি সর্বনাশের বহরখানা কার সর্বনাশের কথা বলা হয়েছে সর্বনাশের পরিচয় দাও
Explanation:
verified by Toppr •○°°°°~
Answered by
0
সকাল থেকে বোঝা গিয়েছি সর্বনাশের বহরখানা
- অনেক দিন পরে পেট ভর্তি করে খাবার পরে ; উৎসব ও তার বৌ ছেলে মেয়েরা যখন শুতে যায় তখনি তারপরেই শুরু হয়ে গেছিলো তুমুল ঝড় বৃষ্টি ; সেটির কথাই বলা হয়েছে এখানে।
- তখন ঠান্ডায় কাঁপতে কাটতে উৎসব এবং তার স্ত্রী এবং ছেলে মেয়েদের নিয়ে ঘরের মাঝের খুঁটি টি শক্ত করে জড়িয়ে ধরে ছিল এবং ভগবানের নাম জপ করছিলো কিন্তু সেই ঝর তার পরিবার কে ভাসিয়ে নিয়ে যায়; এরকম ঝড় এর আভাস সকাল থেকেই পাওয়া যাচ্ছিলো।
- প্রাকৃতিক দুর্যোগ কে সর্বনাশে বহরখানা বলা হয়েছে ; তারপরের দিন সকাল বেলা উৎসব তার বৌ এবং বাচ্চা দেড় খুঁজতে বের হয়েছিল কিন্তু তাদের ক যদি ভাসিয়ে নিয়ে গেছিলো ; এবং সব কিছু খুইয়ে উৎসব নাইয়া সর্বশান্ত হয়ে পড়েছিল.
#SPJ6
Similar questions