Physics, asked by arminamallik2, 7 days ago

সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন?​

Answers

Answered by dattaarcisman003
13

Answer:

কারণ সোডিয়াম ক্লোরাইডের মত লবণ দের ক্ষেত্রে সঙ্কেত ওজন এবং আণবিক ওজন একই।

Explanation:

সোডিয়াম ক্লোরাইড এর মত লবণ দের মধ্যে মূল পজিটিভ চার্জ হলো 1, অর্থাৎ সোডিয়াম ion এবং ক্লোরাইড ion দুজনেরই valency যথাক্রমে +১ এবং -১।

তাই তাদের সঙ্কেত ওজন এবং আণবিক ওজন একই।

Answered by sagnikghosh7063
10

Answer:

সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, তাই এর অণুর অস্তিত্ব না থাকায় এর আণবিক ওজন 58.5 কথাটি যথার্থ নয়। এর সংকেত NaCl, তাই এর সংকেত ভর = 23 + 35.5 = 58.5 কথাটি ব্যবহার করা সঙ্গত

Similar questions