উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো
Answers
Answered by
1
Explanation:
উনিশ বাংলায় যে নবজাগরণ ঘটেছিল তা মানুষের মনের বুদ্ধির বিকাশ ঘটিয়ে ছিল এই নবজাগরণ এর মাধ্যমে মানুষের মনের মধ্যে থাকা জাতপাত ভেদাভেদ প্রথা কৌলিন্য প্রথা ইত্যাদি প্রথাগুলো দূর হয়েছিল মানুষের মনের মধ্যে জাতীয়তাবোধের ধারণা জন্মে ছিল তবে বাংলার নবজাগরণ এর ফল এতকিছু বলেও তার অনেক সীমাবদ্ধতা বর্তমান যেমন এ বাংলার নবজাগরণ শুধুমাত্র শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ছড়িয়ে ছিল সমাজের নিচু স্তরের মানুষ অর্থাৎ শহরের মানুষদের ছাড়া গ্রামের মানুষদের মধ্যে এই আন্দোলনের কোনো প্রভাব পড়েনি এই কারণে নবজাগরণ কে শহরকেন্দ্রিক নবজাগরণ বলা হয় এই নবজাগরণ কে তাই অনেকে নবজাগরণ বলতে আপত্তি করে কারণ নিচু তলার মানুষ এই জাগরণে ফল হিসাবে কিছুই পাইনি
Similar questions