অসমৰ প্ৰাচীন ভৌগোলিক মণ্ডল সমূহ কি কি?
Answers
Answered by
1
Explanation:
বঙ্গ নামটি প্রথম আমরা উল্লেখ পাই ঋকবেদের ঐতরেয় আরণ্যকে । সেই সময় প্রাচীন বাংলা বলতে যে অঞ্চলটিকে বোঝানো হত তা ভৌগলিক দিক দিয়ে কোন বড়ো অঞ্চল ছিলনা । প্রাচীন বাংলার জনপথ গুলির মধ্যে বঙ্গ একটি বিভাগ ছিল । মহাভারতে উল্লেখ করা হয়েছে যে বঙ্গ, পুণ্ড্র, সুহ্ম, তাম্রলিপ্ত ইত্যাদি এক একটি আলাদা রাজ্য ছিল । কৌটিল্যের অর্থশাস্ত্রে এর উল্লেখ পাওয়া যায় । কালিদাসের রঘুবংশম কাব্যে বঙ্গ ও সুহ্ম নাম দুটির উল্লেখ আছে । খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের লেখাতে বঙ্গ রাজ্যের কথা পাওয়া যায় । মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল ‘আইন-ই-আকবরি’তে এই এলাকাকে সুবা বাংলা বলেছেন ।
please mark as brainliest
Similar questions