উদ্ভিদ এর শ্রেণী বিভাগ
Answers
Answered by
1
Answer :
উদ্ভিদকে তার উচ্চতা ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রধানত 3 ভাগে ভাগ করা হয় ।।
Explanation :
1) বৃক্ষ জাতীয় উদ্ভিদ :
গাছের গুড়ি কাষ্ঠল জাতীয় , প্রধান শাখা থেকে বহু অপ্রধান শাখা প্রশাখা বের হয় , এই ধরনের বৃক্ষের উচ্চতা হয় সাধারণত 3 মিটার থেকে 7 মিটার পর্যন্ত ।
2) গুল্ম জাতীয় উদ্ভিদ :
এই জাতীয় উদ্ভিদরা সাধারণত মাঝারি উচ্চতার হয় ।
এই মাঝারি উচ্চতার গাছগুলোতে প্রচুর শাখা প্রশাখা থাকে । এদের মূল শিকড় মাটির খুব গভীরে যায় না ।
এদের প্রায় দেহের প্রত্যেকটা অংশেই প্রচুর শাখা বের হয় ।।
3) বিরুত জাতীয় উদ্ভিদ :
এদের গাছের কাণ্ড ও শাখা প্রশাখা খুব নরম প্রকৃতির হয় । এরা আকারে খুব ছোট হয় ।।
Hope it can help you ..
mark as brainliest
Similar questions