বিভাগ- ‘ক’১। সঠিক উত্তরটি নির্বাচন করাে : ১.১ নাইনটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়ান ফোটোগ্রাফি’ গ্রন্থের রচয়িতা হলেন- ক) জন ও (খ) বিদ্যা দেহেজিয়াগ) সােফি গর্ডন (ঘ) আর জালাস নিকেল১২ আনিক তরত্নে, স্থাপত্যকর্মের সবচাইতে বড়াে শিল্পী ছিলেন – (ক) লরি বেকার (খ) চার্লস কোরিয়া ও লা কোরবুজিয়ার (ঘ) বি. আর. নন্দ। ১.৩ A nation in Making' গ্রন্থের না (ক) মহাত্মা গান্ধী (খ) শিবনাথ শাস্ত্রী (গ) সুভাষচন্দ্র বসু (ঘ) সুরন্তন। বন্দ্যোপাধ্যায়। ১.৪ ‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটির পরিচালক কে ছিলেন? (ক) সত রায় (খ) মৃণাল সেন'(গ) দাদাসাহেব ফালকে (ঘ) তপন সিনহা। ১.৫ কমিটি অব সবজি ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন – (ক) জোনাথন ডানকান (খ) টমাস ব্যাটিন। লর্ড ওয়েলেসলি (ঘ) হল্ট ম্যাকেনজি। ১.৬ নববিধান ব্রাহ্মসমাজ গঠন করেন - দেবেন্দ্রনাথ ঠাকুর (খ) কেশবচন্দ্র সেন (গ) রামমােহন রায় (ঘ) রাধাকান্ত দেব! ১৭ বার ভাষায় প্রথম মাসিক পত্রিকাটি হল- (ক) বেঙ্গল গেজেট (খ) সমাচার দর্পণ (গ) তিন প্যাট্রিয়ট (ঘ) দিগদর্শন। ১.৮ বিজয়কৃষ্ণ গােস্বামী ব্রাহ্মধর্মে ‘আচার্য হিসেবে দীক্ষিত হন- (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭১ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দ ১.৯ ভারতবর্ষে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়- (ক) ১৮৫৭ খ্রিস্টারে (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে। ১.১০ করিম নাই কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন- (ক) ফরাজি আন্দোলন (খ) ওয়াহাবি আন্দোলন (গ) পাগলাপন্থী আন্দোলন (ঘ) চুয়াড় আন্দোলন। ১১১ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নাম পরিচিত হন- (ক) দুর্জন সিং (খ) রানী শিরােমণি (গ) অচল সিং (ঘ) দেবী সির
Answers
Answered by
1
Answer:
1.3 a nation in making সুরেন্দ্রনাথ (ঘ)
1.6 খ কেশব চন্দ্র সেন
1.7 ঘ দিগ্দর্শন
1.9 1858
1.10 গ
1.11 খ রানি শিরোমণি
Answered by
1
Answer:
১.১ সোফি গর্ডন
১.২ চালস কোরিয়া
১.৩ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
১.৪ দাদাসাহেব ফালকে
১.৫ টমাস ব্যাবিংটন
১.৬ কেশবচন্দ্র সেন
১.৭ দিগদর্শন
১.৮ ১৮৬৪ সালে
১.৯ ১৮৫৮ সালে
১.১০ পাগলপন্থী বিদ্রোহ
১.১১ রানি শিরোমনি
Similar questions