History, asked by rajwarpankaj34, 4 days ago

টীকা লেখাে : মহারাণীর ঘােষণাপত্র (১৮৫৮ খ্রিস্টাব্দ)​

Answers

Answered by najirak44
0

Answer:

উত্তর :

সূচনা : ভারতবর্ষের ইতিহাসে ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল মহারানীর ঘোষণাপত্র। মূলত মহাবিদ্রোহের সমাপ্তির পর ইংরেজরা বুঝতে সক্ষম হয় ভারতবর্ষকে শাসন করতে গেলে বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন আর তার জন্যই এই ঘোষণাপত্র করা হয় যা ১৮৫৮ খ্রিস্টাব্দের মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত হয়।

পটভূমি : মহাবিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কাঁপিয়ে দেয়। তাই মহাবিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটায় এবং মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন।

ঘোষণাপত্র প্রকাশ : মহারানী ভিক্টোরিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দে ১ নভেম্বর এক ঘোষণাপত্রের পত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় এক নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন।

ঘোষণাপত্রের বক্তব্য : মহারানীর ঘোষণাপত্রে বলা হয় যে +

i) ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।

ii) স্বত্ববিলোপ নীতি বাতিল করা হবে।

iii) দেশীয় রাজ্য দপ্তর গ্রহণের অধিকার দেওয়া হবে।

iv) ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না।

v) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার প্রদান করা হবে।

vi) সরকার দেশীয় রাজ্যগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধি গুলি মেনে চলবে।

Similar questions