History, asked by sahachampa079, 2 days ago

নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করাে । (২.৫.১) বিবৃতি ঃ- স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণু মিশন প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা :- ১। সারা বিশ্বে মানব কল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য। ২। সর্বধর্ম সমন্বয়ের জন্য। ৩। হিন্দু ধর্মের সংস্কার সাধনের জন্য। (২.৫.২) বিবৃতি - উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা ঃ- ১। কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। ২। কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। ৩। কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। (২.৫.৩) বিবৃতি ঃ- ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল। ব্যাখ্যা ঃ- ১। ভারতীয়দের সঠিক কল্যাণ সাধন ও স্বার্থরক্ষা। ২। সারা ভারতব্যাপী শিক্ষার প্রসার করাে। ৩। সারা ভারতব্যাপী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তােলা। (২.৫.৪) বিবৃত ঃ- রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা ঃ- ১। কারণ, এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যায়সাপেক্ষ। ২। কারণ, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা। ৩। কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না। ​

Answers

Answered by saniasultana980
6

Answer:

রামকৃষ্ণ মিশন হল একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। এই সংগঠন রামকৃষ্ণ আন্দোলন বা বেদান্ত আন্দোলন নামক বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের প্রধান প্রবক্তা। এটি একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। মিশন স্বাস্থ্য পরিষেবা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণকার্য, গ্রামোন্নয়ন, আদিবাসী কল্যাণ, বুনিয়াদি ও উচ্চশিক্ষা এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকরেছে। এটি শতাধিক সংঘবদ্ধ সন্ন্যাসী ও সহস্রাধিক গৃহস্থ শিষ্যের একটি যৌথ উদ্যোগ। রামকৃষ্ণ মিশন কর্মযোগের ভিত্তিতে কাজকর্ম চালায়।

Similar questions