World Languages, asked by itzmanasi, 1 year ago

"আমার সবাই রাজা"গানের কথাগুলো দিন দয়া করে।

Answers

Answered by Nani123451
7
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?                  ।।


                আমরা যা খুশি তাই করি,
                 তবু তার খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?                  ।।


                রাজা সবারে দেন মান,
             সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো করে রাখেনি কেউ কোন অসত্যে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
              আমরা চলব আপন মতে,
               শেষে মিলব তারি পথে,
মোরা মরবনা কেউ বিফলতার বিষম আবর্তে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?                  ।।

itzmanasi: Dhonyobad
divyagupta2: স্বাগত
Answered by divyagupta2
8
HII DEAR ☆▪☆▪☆▪☆▪☆


আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।

আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।

রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।

আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।


itzmanasi: Dhonyobaad
Similar questions