ছেলে হোষ্টেলে থাকে তার টাকার দরকার,এই ভাবে বাবাকে চিঠি লেখল,
"চন্দ্র পৃষ্ঠে চন্দ্র দিয়া
গ্ৰহ যুক্ত করি
উহাতে যে অঙ্ক হইবে
লহ যত্ন করি।
তহা হইতে অধ'ত্যাজি
পৃষ্ঠে শূণ্য দিয়া
সেই পরিমান টাকা মোরে
দিও পঠাইয়া"।
কত টাকা পাঠাতে বলেছে?
Answers
Answered by
44
উত্তর :
প্রথমে জানা যাক একটি সুন্দর ছন্দ।
এক (১) - এ 'চন্দ্র'
দুই (২) - এ 'পক্ষ'
তিন (৩) - এ 'নেত্র'
চার (৪) - এ 'বেদ'
পাঁচ (৫) - এ 'পঞ্চবাণ'
ছয় (৬) - এ 'ঋতু'
সাত (৭) - এ 'সমুদ্র'
আট (৮) - এ 'অষ্টবসু'
নয় (৯) - এ 'নবগ্রহ'
দশ (১০) - এ 'দিক'
এখন, উত্তরে ফিরে আসা যাক।
"চন্দ্র পৃষ্ঠে চন্দ্র দিয়া" = ১১
"গ্ৰহ যুক্ত করি" = ১১ + ৯
"উহাতে যে অঙ্ক হইবে
লহ যত্ন করি" = ২০
"তাহা হইতে অধ'ত্যাজি" { ২০ - এর অর্ধেক ১০ }
= ২০ - ১০ = ১০
"পৃষ্ঠে শূণ্য দিয়া" = ১০০
"সেই পরিমান টাকা মোরে
দিও পঠাইয়া"।
সুতরাং, আমরা পেলাম যে মোট টাকা = ১০০
অর্থাৎ, ১০০ (একশত) টাকা পাঠানোর কথা বলা হয়েছে।
#MarkAsBrainliest
PrincessNumera:
Gr8 but i din't understood a single words xD
Answered by
0
Answer:
100
Explanation: 11+9=
Similar questions