India Languages, asked by msusmita622pcw72g, 1 year ago

ছেলে হোষ্টেলে থাকে তার টাকার দরকার,এই ভাবে বাবাকে চিঠি লেখল,
"চন্দ্র পৃষ্ঠে চন্দ্র দিয়া
গ্ৰহ যুক্ত করি
উহাতে যে অঙ্ক হইবে
লহ যত্ন করি।
তহা হইতে অধ'ত‍্যাজি
পৃষ্ঠে শূণ‍্য দিয়া
সেই পরিমান টাকা মোরে
দিও পঠাইয়া"।
কত টাকা পাঠাতে বলেছে?

Answers

Answered by MarkAsBrainliest
44

উত্তর :

প্রথমে জানা যাক একটি সুন্দর ছন্দ।

এক (১) - এ 'চন্দ্র'

দুই (২) - এ 'পক্ষ'

তিন (৩) - এ 'নেত্র'

চার (৪) - এ 'বেদ'

পাঁচ (৫) - এ 'পঞ্চবাণ'

ছয় (৬) - এ 'ঋতু'

সাত (৭) - এ 'সমুদ্র'

আট (৮) - এ 'অষ্টবসু'

নয় (৯) - এ 'নবগ্রহ'

দশ (১০) - এ 'দিক'

এখন, উত্তরে ফিরে আসা যাক।

"চন্দ্র পৃষ্ঠে চন্দ্র দিয়া" = ১১

"গ্ৰহ যুক্ত করি" = ১১ + ৯

"উহাতে যে অঙ্ক হইবে

লহ যত্ন করি" = ২০

"তাহা হইতে অধ'ত‍্যাজি" { ২০ - এর অর্ধেক ১০ }

= ২০ - ১০ = ১০

"পৃষ্ঠে শূণ‍্য দিয়া" = ১০০

"সেই পরিমান টাকা মোরে

দিও পঠাইয়া"।

সুতরাং, আমরা পেলাম যে মোট টাকা = ১০০

অর্থাৎ, ১০০ (একশত) টাকা পাঠানোর কথা বলা হয়েছে।

#MarkAsBrainliest


PrincessNumera: Gr8 but i din't understood a single words xD
BlackVenom05: U r Bengali....I didn't know that....However Gr8
DavidOtunga: [ User left Brainly ]
Answered by kalyanfromkalyani
0

Answer:

100

Explanation: 11+9=

Similar questions