তোমার বাড়িতে বহু প্রাচীন কোন দুর্লভ জিনিস তুমি সযত্নে রক্ষা করে চলেছ- এমন দুটি জিনিসের বর্ণনা দাও
Answers
Answer:
অনেক পুরানো জিনিস মানুষ সযত্নে সংরক্ষিত করে রাখে। সেটির কোনো মূল্য না থাকলেও অর্থাৎ সেটিকে অর্থ দিয়ে কেনা বা বেচা না গেলেও এমন অনেক জিনিসই অমূল্য হয় ৷ মনে করা যাক ,ডায়েরির মাঝে একটা শুকনো হলদে হয়ে যাওয়া গোলাপ | এ কাউকেই দেওয়া যাবে না ৷ এ অমূল্য , ব্যক্তিগত ৷ আর দিলেও কেউ নেবেনা ৷ এই শুকনো গোলাপের সাথে হয়তো একটা মুখ , অনেক গুলো দিনের স্মৃতি, অনেক নিদ্রাহীন রাত লুকিয়ে আছে। হয় তো কেউই জানে না | জীবনে কিছু বিশেষ গান, কবিতাও এমন হয়ে থাকে ৷ হয় তো একশো বছর আগে লেখা সে কবিতা , কত স্মৃতি তার কাছে। হয় তো প্রিয়তমের নিজের হাতে লেখা চিঠি ৷ এতো দুর্লভই ৷ ডায়েরির ওই পৃষ্ঠা ব্যতিত পৃথিবীর কোনো কোণে এই ফুল নেই ৷ আর কারও কাছে ও চিঠি নেই ৷ সব সম্পত্তি টাকা, হীরা , জহরত নয় ৷ কিছু জিনিস হয় মূল্যহীন তবু অমূল্য , অতি ব্যক্তিগত ৷
Explanation:
স্মৃতি জড়িত এমন জিনিস, ছবি , চিঠি, উপহার সবই হতে পারে অমূল্য ৷ ছোটো বেলায় ভেঙে যাওয়া দুধে দাঁতও হতে পারে সম্পদ | শুধু ভালোবাসলেই সাধারণ জিনিসও হয় অমূল্য ৷