প্রোফেজ ও টেলোফেজকে বিপরীতমুখী দশা বলে কেন
Answers
Answered by
3
প্রোফেজ দশায় ক্রোমোসোম এ জল বিয়োজন শুরু হয়ও ক্রোমাটিড তৈরি হয়। আর টেলোফেজ এ ক্রোমাটিড এ জল পুনরায় প্রবেশ করে ক্রোমোসোম হয়৷ এর উপর ভিত্তি করে প্রোফেজ এ রঙ ধারন ক্ষমতা বারে আবস্র টেলোফেজ ই উল্টোটা অর্থাৎ কমে।
২। নিউক্লিয়ার এনভেলোপ প্রোফেজ এ লুপ্ত হয় আর টেলোফেজ এ ফিরে আসে।
এরকম কারণে বিপরীত্মুখী দশা বলে।
Similar questions