মহম্মদ ঘুরি কবে মারা যান
Answers
Answered by
3
মুইজউদ্দিন মুহাম্মদ (ফার্সি: معزالدین محمد), জন্মনাম শিহাবউদ্দিন (১১৪৯ – মার্চ ১৫, ১২০৬), (মুহাম্মদ ঘুরি বলেও পরিচিত) ছিলেন ঘুরি সাম্রাজ্যের সুলতান। তার ভাই গিয়াসউদ্দিন মুহাম্মদেরসাথে তিনি ১১৭৩ থেকে ১২০২ পর্যন্ত শাসন করেন। এরপর ১২০২ থেকে ১২০৬ পর্যন্ত তিনি সর্বোচ্চ শাসক হিসেবে শাসন করেন
hope it helps
hope it helps
anjali20112002:
ohhh
Answered by
7
এখানে আপনার উত্তর !
__________________________
➡ মোহাম্মদ গোরী 15 মার্চ, 1২06 এ মারা যান
ধামিক, জেলাম জেলা, দিল্লী সুলতানাত বর্তমান পাকিস্তান
➡ মুহম্মদ ঘরীও ঘোড়া মুহাম্মদ নামে পরিচিত ছিলেন, 1173 থেকে 1২0২ খ্রিস্টাব্দে তার ভাই ঘিয়াত্তদ-দিনা মুহম্মদ সহ ঘুরিম সাম্রাজ্যের সুলতান এবং একমাত্র শাসক হিসেবে 1২0২ থেকে 1২06।
____________________________
ধন্যবাদ ☺☺
__________________________
➡ মোহাম্মদ গোরী 15 মার্চ, 1২06 এ মারা যান
ধামিক, জেলাম জেলা, দিল্লী সুলতানাত বর্তমান পাকিস্তান
➡ মুহম্মদ ঘরীও ঘোড়া মুহাম্মদ নামে পরিচিত ছিলেন, 1173 থেকে 1২0২ খ্রিস্টাব্দে তার ভাই ঘিয়াত্তদ-দিনা মুহম্মদ সহ ঘুরিম সাম্রাজ্যের সুলতান এবং একমাত্র শাসক হিসেবে 1২0২ থেকে 1২06।
____________________________
ধন্যবাদ ☺☺
Similar questions