World Languages, asked by ayan5911, 1 year ago

কৃতজ্ঞতা স্বীকার বাংলা প্রকল্প

Answers

Answered by srinita
9
allocho prokolpo ti somponno korte amar sraddheo sikhak mohasoi amai Nana bhabe sahajjo korechen. ajonno ami tar kache kritoggo
Answered by HanitaHImesh
2

কৃতজ্ঞতা স্বীকার:-

•পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের xyz বিষয়ে একাদশ শ্রেণির পাঠ্যক্রম এর অন্তর্গত বিষয় হিসেবে অসুস্থতা বিষয়ক সমীক্ষা সম্পাদন করা হয়েছে ,সমীক্ষাটি সার্থক পরিচালনা ও নির্দেশনার জন্য আমি আমার বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসা রাম সিং এবং সহকারী শিক্ষক তাপস কুমার দাস মহাশয়ের নিকট বিশেষভাবে কৃতজ্ঞ ও ঋনী।তাদের সক্রিয় সহযোগিতা সময়োপযোগী উপদেশ ও মূল্যবান পরামর্শ ব্যতিরেকে এই সমীক্ষাটি সফল করা সম্ভবপর হতো না।

• ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষজনকে যাদের উত্তরের ভিত্তিতে এই প্রকল্পটির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে সেই সাথে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধু ও বান্ধবীদের যারা প্রকল্পটির বিভিন্ন পর্যায়ে আমাদের কোন না কোন ভাবে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

সর্বোপরি ধন্যবাদ জানাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উন্নত বিচক্ষণ চিন্তাভাবনার মধ্য দিয়ে xyz পাঠ্যক্রমে প্রকল্প বিষয়টি অন্তর্ভুক্ত করেছে।

Similar questions