পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য কি কি
Answers
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য হলো -
- পরিবহন ব্যবস্থা হল এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করি অথবা কোন জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করি। অর্থাৎ কোন ব্যক্তি বা বস্তুর স্থান পরিবর্তনের জন্য যে ব্যবস্থা বিদ্যমান তাকে পরিবহন ব্যবস্থা বলা হয়ে থাকে।
অন্যদিকে,
- যোগাযোগ ব্যবস্থা হল কোন বার্তার আদান প্রদানের ব্যবস্থা। অর্থাৎ যে ব্যবস্থার মাধ্যমে আমরা কোন বার্তাকে এক স্থান থেকে অন্য স্থানে পৌছাই,তাকেই বলা হয়ে থাকে যোগাযোগ ব্যবস্থা।
সংজ্ঞা:
বিভিন্ন প্রকার যানবাহনের মাধ্যমে যাত্রী ও পণ্যদ্রব্য এক জায়গা থেকে আর-এক জায়গায় বহন করে নিয়ে যাওয়াকে বলে পরিবহণ (Transport)। আর এই ধরনের একটি সম্পূর্ণ ও সংগঠিত ব্যবস্থাকে বলে পরিবহণ ব্যবস্থা (Transport system)।
অপরদিকে,সংবাদ বা তথ্য ও ভাবের আদানপ্রদানকে এককথায় যোগাযোগ বলে। চিঠিপত্র, টেলিফোন, টেলিগ্রাম, ইন্টারনেট প্রভৃতি যেসবের সাহায্যে এই আদানপ্রদান হয়, সেগুলিকে বলে যোগাযোগের মাধ্যম। আর এই ধরনের একটি সম্পূর্ণ ও সংগঠিত আদানপ্রদান ব্যবস্থাকে বলে যোগাযোগ ব্যবস্থা।
2.মুখ্য উদ্দেশ্য:
পরিবহণ ব্যবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী ও পণ্যদ্রব্য বয়ে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে,যোগাযোগ ব্যবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে তথ্য ও সংবাদ আদানপ্রদান করা হয়।
3.মাধ্যম:
পরিবহণ ব্যবস্থার মাধ্যমগুলি হল— স্থলপথে বাস, লরি, মোটরগাড়ি, রেলগাড়ি; জলপথে স্টিমার, লঞ্চ, জাহাজ এবং আকাশপথে বিমান, হেলিকপ্টার প্রভৃতি।
অপরদিকে,যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি হল—টেলিফোন, মোবাইল ফোন, ডাক, টেলিগ্রাফ, সংবাদপত্র, কৃত্রিম উপগ্রহ, ইন্টারনেট, ফ্যাক্স, টেলেক্স প্রভৃতি।
4.সময়:
এই ব্যবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী ও পৌঁছোতে অনেক সময় লাগে।
অপরদিকে,এই ব্যবস্থায় মূহুর্তে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য ও সংবাদ পাঠানো যায়।
5.ব্যয়বহুলতা:
পরিবহণ ব্যবস্থা তুলনামূলকভাবে ব্যয়বহুল।
অপরদিকে,যোগাযোগ ব্যবস্থা কম ব্যয়বহুল