History, asked by munianshibaprasad, 1 year ago

গোলদিঘির গোলামখানা কাকে কেন বলা হয়

Answers

Answered by Tulsi4890
57

       কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোলদিঘির গোলামখানা বলা হতো |  

  • কলকাতা বিশ্ববিদ্যালয় আধুনিক ভারতবর্ষের প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটি.|
  • স্বাধীনতা সংগ্রামীরা কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোলদিঘির গোলামখানা বলে অভিহিত করেছিল |
  • গোলদিঘি কলকাতা বিশ্ববিদ্যালয় পাশে এ অবস্থিত একটি দীঘি ছিল |
  • গোলামখানা বলার কারণ ছিল যে বেশিরভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় এর ছাত্র রা ব্রিটিশ সরকার এর অধীনে চাকুরীরত ছিল|  
  • এজন্য কলকাতা বিশ্ববিদ্যালয় , স্বাধীনতা সংগ্রামীদের কাছে গোলদিঘির গোলামখানা হিসাবে পরিচিত ছিল |
Answered by champadeykalyani7412
9

Answer:

কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোলদিঘির গোলামখানা বলা হতো।

কলকাতা বিশ্ববিদ্যালয় আধুনিক ভারতবর্ষের প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটি।

স্বাধীনতা সংগ্রামীরা কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোলদিঘির গোলামখানা বলে অভিহিত করেছিল।

গোলদিঘি কলকাতা বিশ্ববিদ্যালয় পাশে এ অবস্থিত একটি দীঘি ছিল।

গোলামখানা বলার কারণ ছিল যে বেশিরভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় এর ছাত্র রা ব্রিটিশ সরকার এর অধীনে চাকুরীরত ছিল|

এজন্য কলকাতা বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা সংগ্রামীদের কাছে গোলদিঘির গোলামখানা হিসাবে পরিচিত ছিল।

Mark my answer the brainliest

Similar questions