সংলাপ রচনা দুই বন্ধুর সাবধানে চালাও জীবন বাঁচাও
Answers
Answer:
Explanation:
দুই বন্ধুর মধ্যে কথোপকথন
বন্ধু: কিরে কেমন আছিস ?..শুনলাম তুই নাকি গাড়ি কিনেছিস!!.
বন্ধু1:হ্যা কিছুদিন হলো গাড়ি কিনলাম।
বন্ধু: গাড়ি চালানোর প্রশিক্ষণ আছেতো?
বন্ধু1: হ্যা তবে আজকাল অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়| যার ফলে মৃত্যুর আশঙ্কা থেকে যায়।
বন্ধু: আমিও এই রকম সমস্যা লক্ষ করেছি বিশেষত অতিরিক্ত দ্রুত গাড়ি চালানোর ফলে হামেশাই দুর্ঘটনা ঘটে চলেছে।
বন্ধু1: এইজন্যই অতিরিক্ত ভিড় রাস্তায় দুর্ঘটনা এড়াতে আস্তে ধীরে ধীরে গাড়ি চালানো উচিত।
বন্ধু: তবুও সাধারণ মানুষের সাবধান হওয়া উচিত যেমন হেলমেট পড়ে বাইক চালানো নেশা করে গাড়ি চালানো বন্ধ করা।
বন্ধু1: তবে যদি সকলকেই ট্রাফিক রুল ঠিকমতো পালন করে তবে এসব সমস্যার সমাধান হয়।
বন্ধু1: আজ চলি আবার পরে কখনো কথা হবে|
বন্ধু: হ্যাঁ বন্ধু শুভরাত্রি।
Answer:
safe drive safe life dui bondhur sanglap in bengali
Explanation: