ধাতুর নাম - অ্যালুমিনিয়াম, ধাতুটি দিয়ে তৈরি হয় এমন জিনিসের নাম _____।
Answers
আলুমনিয়ামের কিছু ব্যবহার :
১)হালকা এবং ক্ষয়রোধক বলে বিমান ও মোটরগাড়ি র কাঠামো নির্মাণে , হালকা টুল , চেয়ার , বাক্স , সিঁড়ি মই ইত্যাদি আবাসপত্র নির্মাণে ।
২) তাপের সুপরিবাহি হওয়ায় রান্নার বাসনপত্র প্রস্তুতি তে।
৩) তড়িতে র সুপরিবাহি হওয়ায় বৈদ্যুতিক তার এবং যন্ত্রপাতি তৈরিতে ।
৪)ভাঙা লোহা জোড়া দিতে থার্মিট (thermit) পদ্ধতিতে এবং cr, mn ইত্যাদি ধাতু নিষ্কাশনে বিজারক রূপে Al ব্যাবহার করা হয় ।
৪) আতশবাজি , ফটোগ্রাফি ফ্লাশ , বাল্ব , আলুমিনিয়াম পেইন্ট , আমনাল [Al চূর্ণ +NH4NO3] নামক বিস্ফোরণ ইত্যাদি প্রস্তুতিতে ।
উল্লেখযোগ্য ব্যাবহার :
১) মাগনালিয়াম (Magneliam) আলুমিনিয়াম (95%) + ম্যাগনেশিয়াম (5%) ।
ব্যাবহার ::: বিমান , তুলাজন্ত্র তৈরিতে ।
২ ) duralumin ( আলুমিনিয়াম (95%)+তামা (4%) +ম্যাগনেশিয়াম (0.5%)+ম্যাঙ্গানিজ ( 0.5%)
ব্যাবহার :: বিমান , মোটর গাড়ির যন্ত্র পাতি প্রেসার কুকার তৈরিতে
✨✨✨আশা করি এটা সাহায্য করবে✨✨