India Languages, asked by tabassumsultana28, 1 year ago

একটি সুন্দর যে কোন বিষয়ের উপর কবিতা লিখ৷​


harish2022: hi

Answers

Answered by Swarup1998
2

কাশফুল

আরে! আরে! ওঠরে তোরা-

দূর্গা মায়ের সাদা ঘোঁড়া।

পবন যে তোর গা দুলিয়ে

দেবে সকল দুখ্ ভুলিয়ে;

বাতাস নাকি জানিয়ে দেবে

মায়ের আসার বার্তা।

সাদা ফুলের পাপড়ি মেলে

ঘোঁড়ার মতো সাজরে তোরা-

ওঠরে তোরা জানাতে মা'কে

স্বাগত এই জগৎ মাঝে।

মা যে তার ওই কালো কেশ

ভরাবে সাদা কাশে-

তোরা তখন মায়ের সকল

রূপকে ছড়াবি;

দূর্গা মায়ের মনের কথা

মোদের জানাবি।

চুপটি করে বসে থাকে মা

এমনি করে ঘোঁড়ায়?

কষ্ট কি সে এমনি তোদের

জগতমাতা ভোলায়?

মায়ের মাথার মুকুট হয়ে

শস্যক্ষেতের ঐ ওপাশে

তোরা যেন দাঁড়িয়ে থাকিস,

মা'কে আমি দেখব;

মায়ের রূপের ছটায় আমি

নিজেকে হারাবো।

সোনার বরণ মনোহরণ

ঐ সে কালো কেশে

সাদা কাশের পাপড়িগুলো

মা যে রাখছে ভালোবেসে।।

Similar questions