অভিস্রবন কাকে বলে? উদাহরন সহ ব্যাখ্যা
Answers
Answered by
2
অভিস্রবণ :
যে ভৌত প্রক্রিয়ায় অধ্যভেদ্য পদার দ্বারা পৃথক দুটি সমপ্রকৃতির অসমঘনত্বের দ্রবণে, দ্রাবক অণুর অধ্যভেদ্য পদার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে, তাকে অভিস্রবণ বলে।
উদাহরণ : অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার মূলরোমের সাহায্যে মাটি থেকে জল শোষন করে।
ব্যাখ্যা :
- অভিস্রবণ একটি নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দরুণ, একটি অধ্যভেদ্য পদা দিয়ে পৃথক করা থাকলে সেই পদা দিয়ে লঘু ঘনত্বের অণু বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে যতক্ষণ তা সমঘনত্বে পরিণত হয়।
- পরিবেশের দ্রবণের ঘনত্ব কোশীয় ঘনত্বের দ্রবণ অপেক্ষা বেশি হলে পরিবেশ থেকে জল কোশপদা ভেদ করে ভিতরে প্রবেশ করে, একে অন্ত অভিস্রবণ বলে।
- পরিবেশের দ্রবণের ঘনত্ব কোশীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হলে কোশ থেকে জল ক্রমশ বাইরে বের হয়ে যায়, একে বহি অভিস্রবণ বলে।
- যে নূন্যতম (অন্তত পক্ষে যতটুকু সম্ভব) চাপ দিলে গাঢ় দ্রবণের দিকে জলের অণু ঢুকে পড়া থামানো যায় তাকে বলে গাঢ় দ্রবণের অভিস্রবণ চাপ।
এই লেখাটিতে কিছু কিছু জারগায় রেফ হবে যেমন, কোশপদা, অধ্যভেদ্য,,,, সেই জায়গা গুলোতে একটু রেফ দিয়ে নেবে।
Similar questions
History,
6 months ago
English,
6 months ago
Math,
1 year ago
Accountancy,
1 year ago
Math,
1 year ago