বেশ ১৫০টি শব্দে উত্তর লেখাে :
প্রােফেসর শঙ্কুর ‘মিরাকিউরল’ ওষুধ আবিষ্কার কাহিনি ‘স্বর্ণপণী’ গল্প অবলম্বনে লেখাে।
Answers
Hey mate✌
Your answer is...
বাবার কাছে শঙ্কু শুনেছিলেন টিকড়ীবাবার এক আশ্চর্য কাহিনী। টিকড়ীবাবা ত্রিপুরেশর শঙ্কুর কাছে চিকিৎসা করাতে এসে তৃপুরেশশর-এর অসুস্থতা বুঝতে পারেন। তাঁকে জানান গুনাগুনের কথা এবং জানান কোথায় পাওয়া যেতে পারে। কসৌলীর তিন ক্রোশ উওরে ভগ্ন চামুণ্ডার মন্দিরের পেছনের ঝরনার ধারের জঙ্গলেই জন্মায় স্বর্ণপর্নি। খেলেই তিনি সুস্থ হবেন। এই ঘটনা শঙ্কুকে শোনানোর দু-দিন পরেই ত্রিপুরেশর মারা যান।
এরপর শঙ্কু স্বর্ণপর্নির সন্ধ্যানে বেরিয়ে পরেন। হোটেলের ম্যানেজার নন্দকিশোর-রাওয়াল এবং ঘোড়ার মালিক ছোটোলালকে সঙ্গে করে শঙ্কু টিকড়ীবাবা নিদেশিত পথে গিয়ে অনুসন্ধান করেন। শঙ্কুর অভিযান সফল হয়। তিনি সেনোপতী বা -র গাছ নিয়েই বাড়ি ফেরেন। তার বাগানের মালিকে এই গাছ পরিচর্যা করাতে বলেন। এ ছাড়া এই গাছের পাতা প্রথম গিরিডির উকিল জয়গোপাল মিত্রের ওপর প্রয়োগ করে সাফল্য পান। পরে এই পাতা থেকে বড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন, আর এই বড়ির নাম দেন 'মিরাকিউরল'।
Hope it helps you ✌
Hey mate! Mark me as brainliest answer✌
Answer:
explain it in Hindi or English so I can answer you