Geography, asked by masisana650, 2 months ago

‘বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গােলার্ধের ৩০° থেকে ৪০° অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে’– উপযুক্ত উদাহরণসই বিষয়টি ব্যাখ্যা করাে।​

Answers

Answered by pritavamandal
2

Answer:

সূর্যের বার্ষিক আপাত গতি বা সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ন এর ফলে সূর্য রশ্মির পতনের তারতম্য হয়। ফলে বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যে বায়ুচাপ বলয় গুলির স্থান পরিবর্তন ঘটে। যেমন-

সূর্যের উত্তরায়ন এর সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয় গুলি উত্তরে ও দক্ষিণায়ন এর সঙ্গে সঙ্গে দক্ষিণে চলে যায়।

বায়ুচাপ বলয় গুলির সাথে বৃষ্টিবলয় গুলিও সরে যায়।

ফলাফল:

উত্তরায়ন এর সময় গ্রীষ্মকালে নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5° - 10° উত্তরে সরে গিয়ে ভারতের মাঝ বরাবর অবস্থান করে। এইসময় দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষ রেখা অতিক্রম করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রূপে প্রবাহিত হয় এবং ভারতে বৃষ্টিপাত ঘটায়।

উত্তরায়ন এর সময় গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে 30°-40° অক্ষ রেখার মধ্যবর্তী বায়ুচাপ বলয় গুলি উত্তরে সামান্য সরে যাওয়ায় এই অঞ্চলে শুষ্ক আয়ন বায়ুর প্রভাব দেখা যায়। এর ফলে সাবানা অঞ্চলে বৃষ্টিপাত হয়। যেমন - সুদানের বৃষ্টিপাত।

আবার, দক্ষিণায়নের সময় 30°-40° উত্তর অক্ষ রেখার মধ্যবর্তী বায়ুচাপ বলয় গুলি দক্ষিণে সরে যাওয়ায় আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাব দেখা যায়। এজন্য পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে তেমন হয় না।

Similar questions