‘বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গােলার্ধের ৩০° থেকে ৪০° অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে’– উপযুক্ত উদাহরণসই বিষয়টি ব্যাখ্যা করাে।
Answers
Answer:
সূর্যের বার্ষিক আপাত গতি বা সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ন এর ফলে সূর্য রশ্মির পতনের তারতম্য হয়। ফলে বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যে বায়ুচাপ বলয় গুলির স্থান পরিবর্তন ঘটে। যেমন-
সূর্যের উত্তরায়ন এর সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয় গুলি উত্তরে ও দক্ষিণায়ন এর সঙ্গে সঙ্গে দক্ষিণে চলে যায়।
বায়ুচাপ বলয় গুলির সাথে বৃষ্টিবলয় গুলিও সরে যায়।
ফলাফল:
উত্তরায়ন এর সময় গ্রীষ্মকালে নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5° - 10° উত্তরে সরে গিয়ে ভারতের মাঝ বরাবর অবস্থান করে। এইসময় দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষ রেখা অতিক্রম করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রূপে প্রবাহিত হয় এবং ভারতে বৃষ্টিপাত ঘটায়।
উত্তরায়ন এর সময় গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে 30°-40° অক্ষ রেখার মধ্যবর্তী বায়ুচাপ বলয় গুলি উত্তরে সামান্য সরে যাওয়ায় এই অঞ্চলে শুষ্ক আয়ন বায়ুর প্রভাব দেখা যায়। এর ফলে সাবানা অঞ্চলে বৃষ্টিপাত হয়। যেমন - সুদানের বৃষ্টিপাত।
আবার, দক্ষিণায়নের সময় 30°-40° উত্তর অক্ষ রেখার মধ্যবর্তী বায়ুচাপ বলয় গুলি দক্ষিণে সরে যাওয়ায় আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাব দেখা যায়। এজন্য পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে তেমন হয় না।